

বান্দরবান জেলার বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ মে) সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হয়ে অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এবং জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,সাজ্জাদ জাহিদ রাতুল,রাজিব কুমার বিশ্বাস,প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীর পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩৬ পরিবারের সদস্যদের প্রত্যেককে ৮ লক্ষ টাকা করে ২ কোটি ৮৮ লক্ষ টাকা এবং ২ টি পরিবারের সদস্যদেরকে পূর্বের নীতিমালা অনুযায়ী ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকাসহ সর্বমোট ২ কোটি ৯৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।