

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পেলেন মো: শেখ শহিদুল ইসলাম।আজ মঙ্গলবার ১৪ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত জারী করা এক সরকারী প্রজ্ঞাপনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামকে এই পদে পদায়ন করা হয়।প্রসঙ্গত,মো:শেখ শহিদুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের আগে খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।