

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২১ পালন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।দিবসের প্রারম্ভে জেলা পরিষদ চত্বরে অবস্থিত ম্যুরাল চিরঞ্জীব বঙ্গবন্ধু এর পাদদেশে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাওসার হোসেন এর নেতৃত্বে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।এসময় জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।সভাপতির বক্তব্যে তিনি বলেন,১৫ আগস্ট জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডে সপরিবারে শাহাদাত বরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আমরা আজ তাদের স্বরন করি।মর্মস্পর্শী এ হত্যাকান্ডের ৪৬ বছর পূর্ণ হলো।১৫ আগস্ট কেবল একজন রাষ্ট্র নায়ককে হত্যা করা হয়নি,বরং মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকেও ধ্বংস করা হয়েছিল।এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ায় দেশ ও জাতি কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।আমরা ১৫ আগস্ট এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্মমভাবে নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাওসার হোসেন,সদস্য ক্যা সা প্রু,লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর ,সিং ইয়ং ম্রো প্রমুখ।দিবস উপলক্ষে সেলাই মেশিন,যুব ঋন ও ক্যান্সার রোগীদের মাঝে অনুদান তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ,ন্যস্ত বিভাগের প্রধানগণ,ইউএনডিপি’র প্রতিনিধি ও অন্যান্য গণমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।