

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২৪ উপলক্ষে বান্দরবানে কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যুব রেডক্রিসেন্ট এর উদ্যোগে আয়োজিত সভাটি বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট কনফারেন্স হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।নিঃস্বার্থ সেবাই হোক সেচ্ছাসেবক দিবসের মূল প্রতিপাদ্য এই স্লোগান কে সামনে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেডক্রিসেন্ট এর ডেপুটি ইয়ুথ চিফ-১ ভার ময় কিম বম।জেলা পরিষদ সদস্য মো.সাইফুল ইসলাম, বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট এর ইউএলও নাসরিন আক্তার এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে অধ্যাপক থানজামা লুসাই বলেন,রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠন।বিশ্ব মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবকের সদস্যরা স্বেচ্ছায় যে শ্রম দিয়ে আসছেন তা বিশ্বে অনুকরণীয়।দেশের নানা দুর্যোগকালে রেড ক্রিসেন্ট এর সেচ্ছাসেবকরা বিভিন্ন মানবিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখছে।মানবতার সেবায় তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ৮ সদস্য কে সম্মাননা স্মারক ও পুরষ্কার বিতরন করেন।এসময় জেলা, স্কুল,কলেজ অর্ধশত সেচ্ছসেবক উপস্থিত ছিলেন।