বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে দূর্গা পূজা উদযাপনের চেক বিতরন শুরু হয়েছে।আজ সোমবার দুপুরে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে চেয়াম্যান কক্ষে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবান জেলার প্রতিটি পুজা মন্ডবের জন্য ৪ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এই দিকে একই ভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে বান্দরবানে জেলার ম্টো ২৮টি পুজা মন্ডবের ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫০০ কেজি করে ১৪ মেট্রিকটন চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে ।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা চেক বিতরন করেন । এই চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, জুয়েল বম, মোস্তফা কামাল, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, থোয়াই হ্লা মং মারমা, সিংইয়ং ম্রোসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র হাত থেকে স্ব-স্ব পুজা মন্ডপের চেক গ্রহন করেন। এ বার বান্দরবান জেলা সহ মোট ৭ টি উপজেলায় ২৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে প্রতিবারের ন্যায় এবারও বান্দরবান রাজার মাঠে বিশাল আয়োজনে সর্ববৃহৎ পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে।