বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১ জুন) সন্ধ্যায় বান্দরবান সদরের হিলভিউ কনভেনশন হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আলী হোসেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,তিং তিং ম্যা মার্মা, সিভিল সার্জন ডা:অংশৈ প্রু মারমা,জনসংযোগ কর্মকর্তা জুড়িং মং,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় ইফতার মাহফিল অনুষ্টানে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল হয় এবং শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেয় ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.