

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান শহরের রাজার মাঠে উদ্যোক্তা উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতি (নাসিব) এর আয়োজনে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মাসব্যাপী শুরু হয়েছে তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রানী সাহা,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা,উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি মো:শামীম হায়দার,সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা,প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,বেসরকারী উন্নয়ন সংস্থা মানবিক উন্নয়ন কেন্দ্র (আশিকা) এর কর্মসূচী পরিচালক সুখেশ্বর চাকমা পল্টু প্রমুখ।এসময় মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল পরিদর্শন করেন এবং
তাঁত বস্ত্র ও হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র পরিদর্শন করেন।পরে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন,তাঁত বস্ত্র ও হস্তশিল্পে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অন্যান্য স্থানের মত পার্বত্য জেলা আজ এই শিল্পের বিকাশ ও প্রসার শুরু হয়েছে।এসময় তিনি আরো বলেন,বর্তমান সরকার ও নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করে এই শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুন অর রশীদ বলেন, আজ আর কাউকে বেকার থাকতে হচ্ছে না,সামান্য প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে এখন হস্তশিল্পের নানা দ্রব্য তৈরি করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে।মেলার দেশের বিভিন্ন প্রান্তের তাঁত বস্ত্র ও হস্তশিল্পের পসরা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা হাজির হয়েছে,আর উদ্বোধনের পরপরই ক্রেতাদের আনাগোনা বেড়েছে মেলা প্রাঙ্গনে।