
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০১৭ উপলক্ষ্যে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যা ছয়টায় কে.এস.আই মিলনায়তনে উক্ত সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইসচেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,সকল নাগরিককে চেতনায় মুক্তিযুদ্ধ আদর্শে বঙ্গবন্ধুকে লালন করতে হবে তবেই আমাদের স্বাধীনতার কাংখিত সাফল্য অর্জিত হবে।আমাদের প্রতিটি আচরণে থাকবে স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা।জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মূহুর্তে দেশকে পিছনের দিকে টেনে আনার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি অপশক্তি।এই অপশক্তির বিষয় নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের সকলকে জাতির পিতার চেতনায় উদ্ভুদ্ধ হতে হবে।এসময় বক্তারা জাতির জনকের সোনার বাংলা গঠনের জন্য প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে জঙ্গি প্রতিরোধ এবং জঙ্গি লালনকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠার আহ্বান জানান।আলোচনা সভার শুরুতেই মহান মুক্তিযোদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এসময় অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের সঙ্গে অতিথিরা কুশলাদি বিনিময় করেন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের হাতে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবানের স্থানীয় কারাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্বরক্ষামূলক বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবানের স্থানীয় শিল্পী চ থুই প্রু মার্মা ও শিরিন খানম।