

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ’২০১৯ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ জুলাই মঙ্গলবার বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা পরিষদ সদস্য ও বান্দরবান মৎস্য বিভাগ বিষয়ক আহ্বায়ক লক্ষীপদ দাশ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.কাউসার হোসেন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম,বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃজিয়া উদ্দিন।এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের লামা হতে মাছ চাষে অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয়ভাবে পুরষ্কৃত মৎস্য চাষী মাহাবুবুর রহমান,বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃআবু তাহের,তেলাপেয়া মৎস্য পোনা উৎপাদনে ভূমিকা রাখার জন্য সফল মৎস্য চাষী হিসেবে পুরুস্কার গ্রহণকারী আশীষ চন্দ্র দে,চিংড়ি উৎপাদনে পরিমল চাকমা,সুজিদ কুমার দাম, সুয়ালক ১নং ওয়ার্ড (সিআইজি মৎস্য চাষী) সমবায় সমিতির সভাপতি মোঃসিরাজুল ইসলাম পলাশ,মৎস্য চাষী,সিআইজির সদস্য,মাওলানা তেলাপিয়া মৎস্য হেচারীর সত্বাধিকারী আশিষ চন্দ্র দে,স্থানীয় মৎস্য প্রতিনিধি জয়নাল হোসেন সহ প্রমুখ।এ ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন,বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন সমাজের বিশিষ্টি ব্যাক্তিবর্গ ও মৎস্য চাষি গণ উপস্থিত ছিলেন।সমাপনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,মাছ মানুষকে আমিষের জোগান দেয় এবং খাদ্যের চাহিদা পুরণ করে থাকে,মৎস্য চাষে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে,বাংলাদেশে বর্তমানে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষাবাদের মাধ্যমে অনেক অসহায় পরিবার আজ নিজেদের মাছের চাহিদা পুরণ করে বাজারে বিক্রয় সরে স্বাবলম্বি হচ্ছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা।পরে সফল মৎস্য চাষী হিসেবে যাচাই বাছাই করা ৩ জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র আরমান হোসেন বেলাল,একই বিদ্যালয়ের মাহিমা মোকারমা,হ্লা সিং নু মার্মা কে পুরষ্কৃত করা হয়।
পরে অনুষ্ঠানের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং বান্দরবান মৎস্য বিভাগ বিষয়ক আহ্বায়ক লক্ষীপদ দাস উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।উল্লেখ্য,জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে গত ১৭ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত বান্দরবান জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।