

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বান্দরবান পার্বত্য জেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংগ্রাই-বৈসাবির সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।সোমবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন,সারাবিশ্বে এখন ২য় ধাপে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।ইতোমধ্যে বাংলাদেশেও এটা ভয়াবহ আকার নিয়েছে,তাই দেশ ও জাতির স্বার্থে বান্দরবান পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংগ্রাই-বৈশাবীর সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।চেয়ারম্যান এসময় আরো বলেন,নববর্ষ উপলক্ষে বান্দরবান জেলার ৯৫টি বৌদ্ধ বিহারে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নববর্ষের শ্রদ্ধাদান হিসেবে নগদ টাকা ও পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী দেওয়া হবে।এসময় বান্দরবানের রাজগুরু (খ্যং ওয়া ক্যং) বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কেএসমং মার্মা বলেন,সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নববর্ষ উদযাপন উপলক্ষে সাংগ্রাই উৎসব উদযাপন করা হবে না।শুধু বৌদ্ধ মূর্তি স্মান আর বিহারে বিহারে প্রার্থনা এবং পূজা হবে।এসময় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে সবাইকে।সংবাদ সম্মেলনের এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তেজপ্রিয় থের,রাজগুরু (খ্যং ওয়া ক্যং) বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কেএসমং মার্মা,অর্থ সম্পাদক রাজপুত্র শৈনুপ্রু রুমু,উৎসব উদযাপন কমিটির সভাপতি থেওয়াং (হ্লাএমং),সাধারণ সম্পাদক শৈটিং ওয়াই মার্মা,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।