

জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (১৭ মার্চ) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে হলুদিয়া পয়েন্ট থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে এসে সমাপ্তি হয়।মিনি ম্যারাথন প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াবিদ,জেলা পরিষদ ও পুলিশের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।বান্দরবান শহরের প্রবেশমুখ হলুদিয়া পয়েন্ট থেকে শুরু হয়ে জেলা সদরের রাজার মাঠ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।প্রতিযোগিতা শুরুর ১ ঘণ্টার মাথায় রাজার মাঠে পৌঁছে ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল নোমান প্রথম স্থান করে।সে বান্দরবান পৌরসভার ৯ং ওয়ার্ডের বাসিন্দ।প্রতিযোগিতায় যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করে ২ কলেজ শিক্ষার্থী মো.রুবেল এবং লিংকু খুমী।পরে রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।পুরষ্কার হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারী তিন জনকে যথাক্রমে ৫ হাজার,৪ হাজার এবং ৩ হাজার প্রদান করা হয়।এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈসিং মার্মা,সদস্য সিংইয়ং ম্রো,সিংইয়ং খুমী,বান্দরবান প্রেসক্লাব সদস্য কৌশিক দাশগুপ্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেন চৌধুরী।