

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পুনর্গঠিত জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো এর বিষ্ফোরক বক্তব্য জেলাজুড়ে আলোচনার ঝড় তুলেছে।মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) স্থানীয় থানচি উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে খামলাই ম্রো বলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ১৩১ জন কে বিগত সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তৎকালীন চেয়ারম্যান ক্য শৈ হ্লা।অনেক খোঁজখবর এবং পর্যালোচনা করার পর দেখা গেছে এই বিশাল চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা বেশিরভাগ প্রয়োজন ছাড়াই নিয়োগ পেয়েছে।৪০ থেকে ৫০ জন এর নিয়োগ যৌক্তিক বা প্রয়োজনীয়তা থাকলেও বাকিরা কারন ছাড়াই ইচ্ছা পুরন হিসেবে নিয়োগ পেয়েছে।এসময় তিনি জানান,এই ১৩১ জনের পেছনে বেতন ভাতা হিসেবে জেলা পরিষদ প্রতি মাসে ১৮ লক্ষ টাকা খরচ করছে।আমার বাসার পাশেও তিন থেকে চারজন আছে যাদের নাম আমি এখানে ডিসক্লোস বা প্রকাশ করবো না।তাদের কে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে জেলা পরিষদ প্রদান করে যাচ্ছে।আগামী জানুয়ারিতে সভা করে এসব ইচ্ছা পুরনের নিয়োগপ্রাপ্তদের ছাঁটাই করা হবে।এই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে আমরা সর্বোচ্চ ৪০ থেকে ৫০ জনকে রাখবো যাদের নিয়োগে যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা আছে তাদের রাখবো,বাকীদের ছাঁটাই করে দিবো বলে তিনি এসময় উল্লেখ করেন।এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে খামলাই ম্রো এর এমন বক্তব্য ছড়িয়ে পরলে বিষয়টি জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে।যা থানচি উপজেলা থেকে মুহুর্তেই জেলা সদরের টক অব দ্য টাউনে পরিনত হয়।জানা যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে থানচি উপজেলায় বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্যকালে জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো এসব কথা বলেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।জেলা ও উপজেলা বিএনপি এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।