

বান্দরবান সদরের মেঘলায় রেড ক্রিসেন্ট ইউনিট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (২০ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আয়োজিত নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম,বান্দরবান এর পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি একেএম জাহাঙ্গীর।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,উপ সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খেয়াং,সদস্য তিংতিং ম্যা মারমা,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বিশিষ্ট ঠিকাদার আনিসুর রহমান সুজন সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে পার্বত্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে।যতই দুর্যোগ আসুক,কেউ না খেয়ে কষ্টে আর দিন কাটাবে না।বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তাসহ সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে।বান্দরবানে জলাবদ্ধতা ও নদী ভাঙন রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।একই সাথে সাংগু-মাতামুহুরীসহ বৃহত্তর চট্টগ্রামের বেশ কয়েকটি নদীর ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।