

বান্দরবান বাজার মোবাইল ব্যাংকিং মালিক সমবায় সমিতি গঠন করা হয়েছে।আজ শুক্রবার (৩১ জানুয়ারী) জেলা শহরের জাফরান রেস্টুরেন্টে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।সভায় জিহান টেলিকমের মো.ফরহাদ হোসেন (মার্শেল) কে সভাপতি ও ফেসবুক পয়েন্ট কর্ণধার ফয়সাল হোসেন কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।দুই সহসভাপতি হলেন শরিফ জাদা সরওয়ার আহমেদ ও এক্সিলেন্ট কম্পিউটার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন।কমিটিতে রাজিব বড়ুয়া কে সাংগঠনিক সম্পাদক করা হয়।এছাড়াও দপ্তর,অর্থ ও প্রচার সম্পাদক এবং ৪ জন সদস্য নির্বাচিত করা হয়।এবিষয়ে আলমগীর হোসেন বলেন,সামাজিকভাবে আমরা অবহেলিত।আমাদের সেবার মান বৃদ্ধি সহ নানা বিষয়ে একটা প্ল্যাটফর্ম সৃষ্টির লক্ষ্য নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।