

৭১ টেলিভিশন এর বান্দরবান প্রতিনিধি জহির রায়হানের J Rayhan নাম এর ফেসবুক আইডিটা হ্যাক করা হয়েছে।সাংবাদিক জহির রায়হান নিজেই বিষয়টি ফেসবুক বার্তায় নিশ্চিত করেছেন।পরে তিনি সিএইচটি টাইমস ডটকম কে আইডি হ্যাক এর বিষয়টি নিশ্চিত করেন।এবিষয়ে তিনি বলেন,১৬ ই মে সন্ধ্যায় আমার “J Rayhan” আইডি টা হ্যাক করা হয়েছে।আইডি হ্যাক হয়েছে এটা প্রথমে বুঝতে পারিনি। বুঝতে পারলে একইদিন সন্ধ্যায় থানায় গিয়ে জিডি করতাম এবং সবাইকে জানিয়ে দিতাম।দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন।আমি ১৭মে বুধবার থানায় জিডি করবো।এসময় তিনি সকলকে “J Rayhan” আইডি থেকে সাবধান থাকার অনুরোধও জানিয়েছেন।ফেসবুক বাদ্তাটি হুবু সংযুক্ত করা হলো।