প্রেস রিলিজঃ
২ এপিবিএন,রিয়ার হেডকোয়ার্টার্স,মেঘলা,বান্দরবান কর্তৃক প্রায় ১৫,৩০,৩০০ /- (পনেরো লক্ষ ত্রিশ হাজার তিনশত) টাকা সমমূল্যের ৫৯ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,০৬,৪৬০/- (এক লক্ষ ছয় হাজার চারশত ষাট) টাকা ও একটি হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি উদ্ধার।
বিবরণ ঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সামাজিক যোগাগোয মাধ্যম ফেসবুক পেজ, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ অন্যান্য মাধ্যমে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্তে জিডির কপিসমূহ যথাক্রমে ১। বায়েজিদ বোস্তামি থানার জিডি নং-২২২০, তাং-২৯/১১/২৪খ্রিঃ ২। মুক্তাগাছা থানার জিডি নং-৩১২, তাং-০৭/০১/২৫খ্রিঃ ৩। হাটহাজারী থানার জিডি নং-১৪৮৮, তাং-২২/০২/২৫খ্রিঃ ৪। বায়েজিদ বোস্তামী থানার জিডি নং-২২২০, তাং-২৯/১১/২৪খ্রিঃ ৫। চাঁদপুর সদর থানার জিডি নং-৭৩, তাং-১৬/০৩/২৫খ্রিঃ ৬। কবিরহাট থানার জিডি নং-৪৮৫, তাং-১১/০২/২৫খ্রিঃ ৭। রামু থানার জিডি নং-১৩৫৩, তাং-২৯/১২/২৪খ্রিঃ ৮। বাঙ্গরা বাজার থানার জিডি নং-২৬০, তাং-২৯/১০/২৪খ্রিঃ ৯। সুধারাম মডেল থানার জিডি নং-১৩৬, তাং-০২/১২/২৪খ্রিঃ ১০। ইপিজেড থানার জিডি নং-১৬৪৭, তাং-২৯/০১/২৫খ্রিঃ ১১। রমনা মডেল থানার জিডি নং-১৩৭০, তাং-২২/০৬/২২খ্রিঃ ১২। চান্দগাঁও থানার জিডি নং-৪০৬, তাং-০৭/১২/২৪খ্রিঃ ১৩। মধুপুর থানার জিডি নং-১০৩৪, তাং-২২/০২/২৫খ্রিঃ ১৪। শ্রীমঙ্গল থানার জিডি নং-৭৭৭, তাং-১৩/১২/২৪খ্রিঃ ১৫। বাসন থানার জিডি নং-১৩৭২, তাং-২৫/০৯/২৪খ্রিঃ ১৬। বায়েজিদ বোস্তামী থানার জিডি নং-২০৩০, তাং-২৭/১২/২৪খ্রিঃ ১৭। চকবাজার থানার জিডি নং-১৬৪০, তাং-২৫/০২/২৫খ্রিঃ ১৮। শাহপরান (রঃ) থানার জিডি নং-৬০২, তাং-১২/০১/২৫খ্রিঃ ১৯। শেরপুর সদর থানার জিডি নং-২৬১, তাং-০৪/০৩/২৫খ্রিঃ ২০। বনানী থানার জিডি নং-১৭০১, তাং-২৭/০২/২৩খ্রিঃ ২১। স›দ্বীপ থানার জিডি নং-১৬৩, তাং-০৫/০৩/২৫খ্রিঃ ২২। হালিশহর থানার জিডি নং-৫৬৬, তাং-১০/০৩/২৫খ্রিঃ ২৩। বান্দরবান সদর থানার জিডি নং-১১৭৬, তাং-২৫/০৬/২৪খ্রিঃ ২৪। স›দ্বীপ থানার জিডি নং-৪৬২, তাং-১২/১১/২৪খ্রিঃ ২৫। চকবাজার থানার জিডি নং-১৭৭৭, তাং-২৭/০২/২৫খ্রিঃ ২৬। হাতিরঝিল থানার জিডি নং-১৫৩৬, তাং-২৬/১২/২৪খ্রিঃ ২৭। স›দ্বীপ থানার জিডি নং-১৬৪, তাং-০৫/০৩/২৫খ্রিঃ ২৮। কাপ্তাই থানার জিডি নং-৩৭০, তাং-১১/০২/২৫খ্রিঃ ২৯। কোম্পানীগঞ্জ থানার জিডি নং-৯০৯, তাং-১৮/০৮/২৩খ্রিঃ ৩০। ভাটারা থানার জিডি নং-৩০৯, তাং-০৪/০৩/২৫খ্রিঃ ৩১। কেশবপুর থানার জিডি নং-১০৫৮, তাং-২৪/০৩/২৪খ্রিঃ ৩২। ভূজপুর থানার জিডি নং-১০৩৯, তাং-২৭/১১/২৪খ্রিঃ ৩৩। বাঁশখালী থানার জিডি নং-৭৬২, তাং-১৬/০১/২৫খ্রিঃ ৩৪। পাহাড়তলী থানার জিডি নং-৪৯২, তাং-১৬/০১/২৪খ্রিঃ ৩৫। চৌদ্দগ্রাম থানার জিডি নং-১২৭৮, তাং-২৪/০২/২৫খ্রিঃ ৩৬। গজারিয়া থানার জিডি নং-১১৪২, তাং-২৮/০৩/২৫খ্রিঃ ৩৭। তুরাগ থানার জিডি নং-১৪৬৯, তাং-২২/০৩/২৪খ্রিঃ ৩৮। কুমিল্লা কোতয়ালী থানার জিডি নং-২২, তাং-০১/০৬/২৪খ্রিঃ ৩৯। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৪৯, তাং-০১/০৫/২৩খ্রিঃ ৪০। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৬৫২, তাং-১৪/১০/২৪খ্রিঃ ৪১। কক্সবাজার সদর থানার জিডি নং-৭৮৯, তাং- ১৪/০৫/২৪খ্রিঃ ৪২। সোনারগাঁও থানার জিডি নং-৫৮৭, তাং-২০/০৮/২৪খ্রিঃ ৪৩। লোহাগাড়া থানার জিডি নং-৫৬৯, তাং-১৩/০৩/২৫খ্রিঃ ৪৪। আনোয়ারা থানার জিডি নং-৬৯৩, তাং-১৪/০৩/২৫খ্রিঃ ৪৫। ফতুল্লা থানার জিডি নং-১৭১৫, তাং-২২/০২/২৫খ্রিঃ ৪৬। লোহাগাড়া থানার জিডি নং-১৪৮২, তাং-৩১/১২/২৪খ্রিঃ ৪৭। লোহাগাড়া থানার জিডি নং-৫০, তাং-০১/০৯/২৪খ্রিঃ ৪৮। গেন্ডারিয়া থানার জিডি নং-৯১৭, তাং-২০/০১/২৫খ্রিঃ ৪৯। আকবর শাহ্ থানার জিডি নং-৫৫০, তাং-০৯/০৭/২৫খ্রিঃ ৫০। চান্দগাঁও থানার জিডি নং-১৮৭২, তাং-২৮/০২/২৫খ্রিঃ ৫১। পটিয়া থানার জিডি নং-৫৫৮,তাং-১১/০৪/২৩খ্রিঃ ৫২। চকবাজার থানার জিডি নং-৪৩৭, তাং-০৮/০৯/২৪খ্রিঃ ৫৩। কিশোরগঞ্জ সদর থানার জিডি নং-৪৬৭, তাং-০৯/০৪/২৪খ্রিঃ ৫৪। চন্দনাইশ থানার জিডি নং-৮৬৫, তাং-২১/০৫/২১খ্রিঃ ৫৫। পানছড়ি থানার জিডি নং-৫৫৮, তাং-১৫/১২/২৪খ্রিঃ ৫৬। ঢাকা রেলওয়ে থানার জিডি নং-৯৪৭, তাং-১৮/০৯/২৪খ্রিঃ ৫৭। টঙ্গী পূর্ব থানার জিডি নং-৯২১, তাং-১৪/১২/২৪খ্রিঃ ৫৮। চন্দনাইশ থানার জিডি নং-৮৬৫, তাং-২১/০৫/২১খ্রিঃ ৫৯। চন্দনাইশ থানার জিডি নং-৭৬৩, তাং-১৭/০৪/২৪খ্রিঃ সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক (Redmi note 11, Samsung M21, Samsung Galaxy A15, Redmi note 11, Iphone 13 pro max, Vivo Y03T, Vivo Y21, Redmi 8, Samsung A22, Samsung Galaxy A12, Redmi note 9, Samsung Galaxy F23, Vivo Y20, Vivo Y21, Oppo A17, Samsung Galaxy S23 Ultra, Redmi note 13, Samsung Galaxy A25, Oppo A38, Samsung Galaxy M31, Itel vision 12, Redmi 12, Realme note 50, Vivo Y17s, Oppo A38, Redmi note 13, Redmi 9, Redmi 12, Samsung A12, Infinix Hot 12 play, Vivo Y17s, Samsung M12, Itel A21m, Realme C11, Motorola moto G23, Infinix Smart 9, Oppo Reno 8T, Infinix Hot 40, Realme 9i, Samsung galaxy A03, Infinix Smart 6 plus, Tecno Spark 20c, Samsung galaxy J6, Realme C51, Tecno Spark 6GO, Vivo S1 pro, Samsung galaxy A30s, Honor X6B, Oppo F19, Vivo Y11, Samsung galaxy F12, Oppo A57, Huawei Honor 9n, Vivo Y15, Tecno spark Go, Xiaomi Poco X3, Redmi Turbo 3, Vivo Y51, Oppo A92) আনুমানিক ১৫,৩০,৩০০ /- (পনেরো লক্ষ ত্রিশ হাজার তিনশত) টাকা সমমূল্যের সর্বমোট ৫৯ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
বিকাশ ও নগদে একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত জিডির কপি ১। রৌমারী থানার জিডি নং-৫৮৫, তাং-১৩/০৩/২৫খ্রিঃ ২। সখিপুর থানার জিডি নং-২৬৩, তাং-০৭/১২/২৪খ্রিঃ ৩। বান্দরবান সদর থানার জিডি নং-৬৮৪, তাং-১৭/১১/২৪খ্রিঃ ৪। সাতকানিয়া থানার জিডি নং-১০৯৯, তাং-২৪/০৩/২৫খ্রিঃ ৫।বান্দরবান সদর থানার জিডি নং-৫৪২, তাং-১২/০৪/২৫খ্রি ৬। পীরগঞ্জ (রংপুর) থানার জিডি নং-৩৭৭, তাং-০৭/১২/২৪খ্রিঃ সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক যথাক্রমে ৩০,০০০/- টাকা, ২৫,০০০/- টাকা, ৮,০০০/- টাকা, ২০,৪০০/- টাকা, ৮,০৬০/- টাকা, ১৫,০০০/- টাকাসহ বিকাশ ও নগদে একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ১,০৬,৪৬০/- (এক লক্ষ ছয় হাজার চারশত ষাট) টাকা উদ্ধার করেন।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হওয়া সংক্রান্তে ভিকটিমের প্রদানকৃত জিডির কপি বান্দরবান সদর থানার জিডি নং-১১১, তাং-০৩/০৩/২৫খ্রিঃ সংগ্রহ পূর্বক ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক অনফঁষ শধফবৎ অৎসধহ নামীয় ফেসবুক আইডিটি উদ্ধার করেন।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ কুতুব উদ্দিন মহোদয় ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে অদ্য ইং ২১/০৪/২০২৫ তারিখে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯ টি মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণায় চলে যাওয়া ১,০৬,৪৬০/- (এক লক্ষ ছয় হাজার চারশত ষাট) টাকা ও হ্যাক হয়ে যাওয়া ০১ টি ফেসবুক আইডি প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ, অপারেশন শাখার ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ, সাইবার এনালাইসিস শাখার ইনচার্জ এবং স্পেশাল মোবাইল উদ্ধার টিম এর ইনচার্জসহ অন্যান্য সদস্য বৃন্দ।
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন
বাংলাদেশ পুলিশ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.