

বান্দরবান সেনা জোনের উদ্যোগে সুপেয় খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার্য পানি পেয়েছেন বান্দরবান সদর ইউনিয়নের অন্তর্গত রেইচা এলাকার ভুক্তভোগী জনসাধারণ।বুধবার (১৪ এপ্রিল) সকালে ০৯টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত বান্দরবান জোনের উদ্যোগে সেনা জোন প্রেরিত একটি দল কর্তৃক বর্তমান সময়ে গ্রীষ্মকালীন পানিশূন্যতায় ভুক্তভোগী সদর ইউনিয়নের অন্তর্গত রেইচা এলাকার জনসাধারণের মধ্যে সুপেয় ও বাহ্যিক ব্যবহারের জন্য পানি প্রদান করা হয়।বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জোন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের শিকার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা বান্দরবান।এই অঞ্চলে ঝড়-জলোচ্ছ্বাস,বন্যা,খরার মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে।সেই সঙ্গে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।চারদিক পানিতে সয়লাব থাকলেও সুপেয় পানির সংকটে জেলার ৬০-৭০% শতাংশ পরিবার।প্রখর রৌদ্র ও গ্রীষ্মের তীব্র তাপে পার্বত্য বান্দরবান জেলার অন্তর্গত সদর ইউনিয়নে জনসাধারণের ব্যবহারকৃত পানির উৎস সমূহ শুকিয়ে পানিশূন্যতায় পরিণত হয়েছে।এতে উক্ত অঞ্চলের জনসাধারণের তীব্র পানি সংকট দেখা দেওয়াতে জনজীবন বিপন্ন হওয়ার পথে।প্রতিনিয়ত পানি নিয়ে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ দুর্ভোগ ও পানির তীব্র সংকট দেখে অবশেষে জনগণের এই কঠিন বিপদে পাশে দাঁড়িয়েছে বান্দরবান সেনা জোন।নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য পানি,খাবার পানি,পবিত্র মাহে রমজান ও বিজু উৎসব উদযাপনকে ত্বরান্বিত করতে বান্দরবান সেনা জোন কর্তৃক একটি মহান উদ্যোগ গ্রহণ করা হয়।
সেনা জোনের উদ্যোগে পানিশূন্য এলাকায় সেনাবহরের একটি দল পানির ট্যাংক গাড়িতে করে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন ধরে ভুক্তভোগী জনসাধারণের দ্বারে দ্বারে প্রয়োজনীয় পানি পৌঁছে দিয়েছেন।সেনা জোনের এই জনহিতকর কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধি ও উপকারভোগী জনসাধারণ।বৈসাবির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব চলাকালীন সময়ে সুপেয় পানি বিতরণ কে স্থানীয় জনসাধারণ বিরল একটি দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।