বদলি জনিত বিদায়ঃ দুই কর্মকর্তা কে বিদায়ী শুভেচ্ছা জানালো সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান ট্রিবিউন ডটকম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ মার্চ, ২০২৪ ৭:৩৩ : অপরাহ্ণ 572 Views

বান্দরবান এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস এর বদলি জনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।গত মঙ্গলবার (১৯ মার্চ) এবং বৃহস্পতিবার (২১ মার্চ) বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।স্থানীয় এই দুই অনলাইন দৈনিকের প্রতিষ্ঠাতা ও বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সদস্য লুৎফুর রহমান (উজ্জ্বল) নিজেই স্ব-স্ব দুই কর্মকর্তার সরকারি কার্যালয়ে উপস্থিত হয়ে এই বিদায়ী শুভেচ্ছা জানান।এসময় উভয় কর্মকর্তার সাথে সৌহার্দ্যপুর্ন আলোচনা হয় এবং দুই কর্মকর্তাকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়।বিষয়টি নিশ্চিত করে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,একজন সংবাদকর্মী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বান্দরবান জেলা প্রশাসনের সাথে আমার একটি সৌহার্দপূর্ন সম্পর্ক রয়েছে।সদ্য বিদায়ী দুই কর্মকর্তার আন্তরিকতা এবং অমায়িক ব্যবহার ভুলবার নয় উল্লেখ করে লুৎফুর উজ্জ্বল আরও বলেন,পেশাগত প্রয়োজনে যখন যে কাজেই যোগাযোগ করেছি সবসময় আন্তরিকতাভাবে তাদের কাছ থেকে সমাধান পেয়েছি।পরামর্শ পেয়েছি।আগামীতেও জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে চাই।প্রসঙ্গত,বিসিএস ৩১ ব্যাচ এর কর্মকর্তা মো.ফজলুর রহমান ২০২৩ সালের ০৫ ফেব্রুয়ারী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেন।যোগদান করেই তিনি কিছুদিন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর দায়িত্ব পালন করেন।পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব গ্রহনের পরপরই জেলার ইতিহাসে প্রথমবারের মতো ডিসি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা- ২০২৩ সফলভাবে সম্পন্ন করতে নিবিড়ভাবে কাজ করেছেন।সেসময়ের জেলা প্রশাসক ও বর্তমানে চট্রগ্রাম এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি এর সার্বিক দিকনির্দেশনায় অত্যন্ত সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে গিয়ে পুরো জেলার সকল প্রতিযোগিদের সমন্বয়ে সফল একটি আয়োজন নিশ্চিতে তিনি অক্লান্ত পরিশ্রম করেন।এছাড়াও দায়িত্বে থাকাকালীন ২০২৩ এর আগস্ট এর ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা,বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড় এবং সংগঠকদের পাশে থাকাসহ একজন কোমলমনের মিষ্টভাষী কর্মকর্তা হিসেবে মাত্র এক বছরের কিছুটা বেশি সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করা মো.ফজলুর রহমান জেলা জুড়ে সুনাম কুড়িয়েছেন।সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয় এর (সরকারি যানবাহন অধিদপ্তর) এ এই কর্মকর্তা কে ন্যাস্ত করা হয়েছে।এদিকে বিসিএস ৩৮ ব্যাচ এর কর্মকর্তা রাজিব কুমার বিশ্বাস ২২ ফেব্রুয়ারী ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেন।যোগদানের পর তিনি দীর্ঘদিন ট্রেজারি শাখার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।পরে আরডিসি ও জেলা প্রশাসকের গোপনীয় কর্মকর্তা মো.কায়েসুর রহমানের বদলিজনিত বিদায়ের পর রাজিব কুমার বিশ্বাস কর্মস্থলে শেষ কর্মদিবস পর্যন্ত জেলা প্রশাসকের গোপনীয় কর্মকর্তার দায়িত্বশীল ছিলেন।রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই কর্মকর্তাকে ন্যাস্ত করা হয়েছে।উল্লেখ্য,ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ২০১৫ সালে এবং স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ডিজিটাল সার্ভিস (প্রাইভেট লেভেল) হিসেবে জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম ২০২২ সালে বান্দরবান জেলা প্রশাসন কতৃক উদ্ভাবন হিসেবে সম্মাননা অর্জন করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!