

লাইফস্টাইল,হেলথ এডুকেশনস এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী,ঢাকা এর আয়োজনে উদীয়মান এবং পুনরুত্থিত রোগ এবং জাতীয় জরুরি অবস্থাকে লক্ষ্য করে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারের জন্য সচেতনতা বিল্ডিং এর প্রচারণা (বিশেষ করে Tvc তৈরি এবং তা মিডিয়ার মাধ্যমে সম্প্রচার) শীর্ষক সেবা প্যাকেজ এর আওতায় আজমীর ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় সারাদেশের ন্যায় বান্দরবান জেলায় একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুন) এই সভাটি অনুষ্ঠিত হয়।বিষয়টি আজমীর ইন্টারন্যাশনাল এর সিইও মো.আবুল কালাম সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়,এসবিসিসি উপকরণ হিসেবে জ্যাকেট ফোল্ডার,ফেইস মাস্ক,লিফলেট,বুকলেট বিতরণ করার পাশাপাশি বান্দরবান জেলা সদর হাসপাতালে একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।প্যাকেজ নাম্বার এলএইচইপি-২০২১-২০২২-এস- ০২ এর আওতায় আজমীর ইন্টারন্যাশনাল এসব কার্যক্রম বাস্তবায়ন করার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।