

বাংলাদেশ স্বল্পােন্নত দেশ থেকে উন্নয়ণশীল দেশে উন্নীত হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড।শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টা হতে সাড়ে ৭টা পর্যন্ত ঘন্টাব্যাপী বান্দরবান সেনানিবাসে এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার মো. জিয়াউল হক এনডিসি,এফডব্লিউসি,পিএসসি।এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সেনানিবাসের বিভিন্ন পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।র্যালি শেষে বান্দরবান রিজিয়ন কমান্ডার বলেন,বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।২০১৮ সালের মার্চে প্রথমবার এবং ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারী চূড়ান্তভাবে এই সুপারিশ করেছে জাতিসংঘ।ফলে বাংলাদেশের এখন উন্নয়নশীল দেশের মর্যাদা ভোগ করতে আর কোন প্রতিবন্ধকতা রইল না।তিনি বলেন,সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্নাদর্শের আলোকে দেশকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার।