২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।সোমবার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-অনারারি লেফটেন্যান্ট আলহাজ উদ্দিন,আর্মার্ড;অনারারি লেফটেন্যান্ট শাহীন মিয়া,আর্টিলারি;অনারারি লেফটেন্যান্ট আনোয়ার হোসেন,আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট সেলিম মিয়া,আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট শুকুর মাহমুদ, আর্টিলারি;অনারারি লেফটেন্যান্ট আমিনুল হক,ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট মাহবুবুল আলম,এসইউপি,ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট নিজাম উদ্দিন ভূইয়া,ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট শামসুল আবেদীন,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট আবদুল হালিম মৈশান,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট আবদুল কাদের,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট আব্দুল হাই,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট শাহজাহান আলী,সিগন্যালস, অনারারি লেফটেন্যান্ট হাবিবুর রহমান,ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট আহসান হাবীব,বীর; অনারারি লেফটেন্যান্ট দেলওয়ার হোসেন,বীর;অনারারি লেফটেন্যান্ট এনামুল হক,বীর;অনারারি লেফটেন্যান্ট নজরুল ইসলাম, বীর;অনারারি লেফটেন্যান্ট রফিকুল ইসলাম,বীর; অনারারি লেফটেন্যান্ট মো.শাহ্জাহান,বীর;অনারারি লেফটেন্যান্ট কবিরুল কাজী,বীর;অনারারি লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ ভূঁইয়া,এএসসি;অনারারি লেফটেন্যান্ট মো.আব্দুল্লাহ,এএসসি;অনারারি লেফটেন্যান্ট মনির উদ্দিন, অর্ডন্যান্স;অনারারি লেফটেন্যান্ট আবদুল আলীম হাওলাদার, সিএমপি;অনারারি লেফটেন্যান্ট জাকির হোসেন,এএমসি।
সেনাবাহিনীর ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন পেয়েছেন। কমিশনপ্রাপ্তরা হলেন— মাস্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) সৈয়দ মাহবুবুর রহমান,আর্মার্ড;মাস্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) মো. ছানোয়ার হোসেন,আর্মার্ড;মাস্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) মো. হাবিকুল ইসলাম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেশিনিস্ট) মো.হেলাল উদ্দিন,ইঞ্জিনিয়ার্স;মাস্টার ওয়ারেন্ট অফিসার (ইলেকট্রিশিয়ান) মো.জিয়াউর রহমান,ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো.আমিনুল ইসলাম,সিগন্যালস;মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আছাদুল করিম,সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, ই বেংগল;মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. রুহুল আমিন,ই বেংগল;মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুল হালিম,ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মাসুদ করিম,ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.খোরসেদ আলম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আফিয়ার রহমান, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ নাজমুল খান, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. নুরুল আজম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জাইদুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ আব্দুল আহাদ, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. বাবুল আক্তার, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. দেলোয়ার হোসেন, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মোহা. আব্দুর রউফ, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. আব্দুল লতিফ, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. আমিরুল ইসলাম, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) আব্দুল মালেক, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এ্যান্সিলারি) মো. মোতালেব হোসেন, ইএমই;
উল্লেখ্য,সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৪ থেকে কার্যকর হবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.