সেনা রিজিয়ন এর ব্যতিক্রমী উদ্যোগঃ হয়ে গেলো জেলার ইতিহাসে সবচেয়ে বড় চিত্রাঙ্কন প্রতিযোগিতা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২২ ৩:২৮ : অপরাহ্ণ 463 Views

কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিবোধ,দেশপ্রেম, সম্প্রীতি ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি এবং সৃজনশীলতা বিকাশে বান্দরবান সেনা রিজিয়ন এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ আগস্ট) সকালে বান্দরবান জোনের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের অংশগ্রহণে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান এর অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক এনডিসি, এএফডাব্লিউসি,পিএসসি।

বান্দরবান জোন এর কমান্ডার লে.কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লে.কর্নেল সিরাজুল ইসলাম উকিল,সেনা রিজিয়ন এর জেএসও-৩ (শিক্ষা) ক্যাপ্টেন ফয়সাল এসময় উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরন অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার মো.জিয়াউল হক উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে চিত্রাঙ্কনের মতো সৃজনশীল একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।এসময় তিনি বই,পত্রিকা,ম্যাগাজিন পড়ার পাশাপাশি সমাজে সুন্দরভাবে বেড়ে ওঠতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে।সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন তৈরির অংশ হিসেবে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।রিজিয়ন কমান্ডার আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি-গোষ্ঠীর মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।এসময় তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ী ৫০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।বান্দরবান সেনা রিজিয়ন সুত্রে জানা যায়,একইদিন বান্দরবান জোনের সাথে সামঞ্জস্য রেখে আলীকদম,রুমা,নাইক্ষ্যংছড়ি এবং বলিপাড়া জোনের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের নিয়ে স্ব-স্ব জোনের ব্যবস্থাপনায় একযোগে জেলার ইতিহাসে সর্ববৃহৎ একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বান্দরবান সেনা রিজিয়ন এর সার্বিক তত্ত্বাবধানে ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৭৪৮ জন কোমলমতি শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।এছাড়া জাকজমকপূর্ণ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক,অভিবাবক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীন বান্দরবান বিজিয়ন শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শান্তি ও সম্প্রীতির পার্বত্য বান্দরবান জেলায় ১২ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস।দূর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে।আধুনিক শিক্ষাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত এই জনগোষ্ঠীর যে কোন দূর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবত পাশে থেকে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।প্রসঙ্গত দীর্ঘদিন পর বান্দরবান জেলার সাম্প্রতিক সময়ে এতো বেশি সংখ্যক  শিক্ষার্থীর অংশগ্রহণে বৃহৎ একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!