বান্দরবানে পাহাড়ি সম্প্রদায়ের অন্যতম উৎসব মহা সাংগ্রাই উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পাহাড়ি জনগোষ্ঠীর অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।গতকাল বুধবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান সেনা জোনের অফিস ভবন চত্বরে মাহা সাংগ্রাই উপলক্ষে আর্থিক অনুদান বিতরন করা হয়েছে।আর্থিক সহায়তা প্রদানকালে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন,আমরা সকল ধর্ম ও ধর্মীয় উৎসবকে সম্মান প্রদর্শন করি।আজকের এই আর্থিক সহায়তা সকলের মধ্যে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নকে তরান্বিত করবে।আগামীতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন জোন জোন কমান্ডার।
সেনা জোন প্রেস বিজ্ঞপ্তি তে জানা যায়,এবার সাংগ্রাই উপলক্ষে সেনা জোন বরাবরে আবেদনের প্রেক্ষিতে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বান্দরবান সেনা জোন আঠারো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে বান্দরবান সেনা জোন।প্রসঙ্গত, এবার মাহে রমজান উপলক্ষেও বান্দরবান সেনা জোন ১১টি মাদ্রাসা ও এতিমখানা কে সাড়ে তিন লাখ টাকার ইফতার সামগ্রী মাহে রমজানের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরন করেছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.