

শান্তিচুক্তি এর ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ ডিসেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠ এ এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচ এর শুভ উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লে.কর্ণেল মাহমুদুল হাসান,পিএসসি।
এসময় প্রধান অতিথি লে.কর্ণেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন,আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ এর মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করলো।বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শান্তি-সম্প্রীতি এবং উন্নয়ন এর অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও কাজ করে যাবে।
এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবী,জোন এর জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নূর রশিদ, ক্যাপ্টেন মো.সাজেদুর রহমান।
বান্দরবান জেলা পরিষদ ও সেনা রিজিয়ন আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে বান্দরবান সদর উপজেলা দল ১-০ গোলে বান্দরবান পৌরসভা দল কে পরাজিত করে।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।ধারাভাষ্যকার হিসেবে ধারা বর্ণনায় ছিলেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু।