“সম্প্রীতির বন্ধন অটুট রাখি সমৃদ্ধ বান্দরবান গড়ি” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বান্দরবান সেনা জোন শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি-পাহাড়ি মুসলমান ছাড়াও সনাতন ধর্মী হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তথা মুরং,ত্রিপুরা, চাকমা,মার্মা,বম এবং তঞ্চঙ্গ্যা এর মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করা হয়।
০২ রা ডিসেম্বর ২০২২ আজকের এই দিনে ১৯৯৭ সালে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই দিনকে স্মরণ করে আজ ২৫ তম শান্তি চুক্তিবর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বান্দরবান জোনের অধিনস্থ বান্দরবান ও রোয়াংছড়ি উপজেলায় ১৪ টি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কর্তৃক ক্যাম্পের আওতাধীন গরিব,দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সর্বমোট ৫০০ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।ভবিষ্যতেও জোনের তত্ত্বাবধানে এই ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।