

প্রতি বছরের ন্যায় এবারও ভিন্নধর্মী ও জাকজম কপূর্ণ আয়োজনে রোয়াংছড়ির যেদবোন বৌদ্ধ বিহারের সামনে ও রোয়াংছড়ি যাদিতে হাজার প্রদীপ প্রজ্জলন সহ প্রবারনা পূর্ণিমার ধর্মীয় এ উৎসবকে আরও জাঁকজমক পূর্ণ করে তুলতে সেনাবাহিনীর ভূমিকা পালন করেছে।স্থানীয় যুব সমাজের নেতৃত্বে অত্যন্ত আনন্দঘন ও সাধারণ মানুষের অংশগ্রহণে পালিত হয় বৌদ্ধ ধর্মের এই অনুষ্ঠান।অনুষ্ঠান আয়োজনে ক্যাম্প কর্তৃক নিরাপত্তা প্রদান সহ দূর দুরান্তে হতে আগত সাধারণ পুন্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রোয়াংছড়ি সেনাবাহিনী।যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী সদা জাগ্রত অবস্থান গ্রহন করে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।উৎসবের শেষ দিনে ক্যাম্প কর্তৃক স্থানীয় যুব সমাজকে ও জেড বন বৌদ্ধ বিহার প্রতিনিধির উপস্থিতিতে রোয়াংছড়ি ক্যাম্প ক্যাপ্টেন নেহাল কর্তৃক নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদানসহ ধর্মীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।এ সময় তিনি ফানুস উড়িয়ে ধর্মীয় এ উৎসবে শামিল হন।সুন্দর সমাজ ও জাতি গঠনে যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠানকে আরো সাফল্যমন্ডিত ও জাকজমকপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ক্যাম্প কর্তৃক এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
ইতিপূর্বেও বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবে সেনা ক্যাম্প কর্তৃক প্রত্যক্ষ উপস্থিতিসহ নগদ আর্থিক অনুদান ও বিভিন্ন উপঢৌকন প্রদান করা হয় যা স্থানীয় সমাজের সুশীল মানুষের মনকে আরো অনুপ্রাণিত ও ধর্মীয় স্বাধীনতার বিকাশে সহায়ক হয় বলে ধারণা করা হয়।ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্যাম্প কর্তৃক জানানো হয়।