

শ্বাশত সাতাশ বীর লে.কর্নেল সংবর্ধনা ও শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে বান্দরবান রুমা উপজেলার জোন সভা কক্ষে নবগত লে.কর্নেল মো: আকবর হোসেন উপস্থিতে সাম্প্রতিক এলাকার সকল প্রতিনিধিত্বের সু-শৃঙ্খল বজায় রাখার আহবান জানান বিদায়ী পিএসসি লে.কর্নেল মো: শাহ নেওয়াজ।
এ সংবর্ধনা ও শৃঙ্খলা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা,মো:শামসুল আলম,উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা,থানা কর্মকর্তা(ওসি) মো: আবুল কাশেম, চারটি ইউনিয়নে চেয়ারম্যান,বিভিন্ন দলের নেতাকর্মীগণ,ইউপি সদস্যবৃন্দ, এনজিও কর্মকর্তাগণ,ব্যবসায়ী গণ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়াকর্মীগণসহ আরো অনেকে।
এতে বিদায়ী লে.কর্নেল বক্তব্যে বলেন,এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার একান্ত জরুরী। এলাকার উন্নয়ন করতে জাতি,বর্ণ ও নির্বিষে একতা হয়ে বসবাস করা প্রয়োজন।
তিনি আরো জানান, এ এলাকার শৃঙ্খলা বজায় রাখতে রুমা সেনা জোন কর্তৃক যথাযথভাবে সহযোগিতা পাবেন।এখানে আ.লীগ ,বিএনপি ও জেএসএস দলের কাজ কর্মের ক্ষেত্রে কোন ভাবে বাধা দেয়া হবে না।কিন্তু অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য যে দলের হোক না কেন তাকে আশ্রয় দিব না। যেখানে সেখানে চাঁদাবাজি,গ্রামে গঞ্জে অসহায় পাড়াবাসীদের নির্যাতনে প্রতিরোধে সেনাবাহিনী পাশে থাকবে।
অনুষ্ঠানের শেষে নবগত সেনা জোন কমান্ডার ও বিদায়ী সেনা জোন কমান্ডারের প্রতি সকল বিভাগের কর্মকর্তারা ক্রেস তুলে দেন।