রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ ফেব্রুয়ারি) সেনা জোন মাঠ এ ফাইনাল খেলায় বান্দরবান জেলা পুলিশ দল ৫ রানে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে পরাজিত করে প্রথমবার এর মতো চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এর সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উত্তেজনাপূর্ন ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করেন।বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিঃ জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় টুর্নামেন্ট সম্পন্ন হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে বীর বাহাদুর বলেন,শরীর সুস্থ্য রাখতে ও ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।এসময় তিনি এমন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন কে একটি প্রশংসনীয় এবং মহতী উদ্যেগ হিসেবে মন্তব্য করেন।বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবান সেনা রিজিয়নকে ধন্যবাদ জানান এবং ছেলে-মেয়েদের ক্রীড়ামুখী করতে সমাজের বৃত্তবানদের এগিয়ে এসে এ ধরনের খেলার ধুলার আয়োজন ও আর্থিকভাবে সহযোগিতার করারও আহ্বান জানান।
এসময় বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান,পিএসসি,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুর রহমান,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,পৌর মেয়র সামসুল ইসলাম,বান্দরবান সেনা রিজিয়ন এর ভারপ্রাপ্ত জিটুআই ক্যাপ্টেন আব্দুল মান্নান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বান্দরবান সেনা জোন এর সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় জেলা পুলিশ দল এর আলী আহসান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তানজিল হোসেন ৩২৮ রান করে টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।গত ২ ফেব্রুয়ারি বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এবং বান্দরবান সেনা জোন এর সার্বিক তত্ত্বাবধানে ১২টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।এতে সামরিক ও বেসামরিক প্রশাসন এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করে।