

আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার স্থানীয় মুরং কমপ্লেক্স এর ১৩০ শিক্ষার্থীর মাঝে উন্নতমানের খাবার,ইলেকট্রনিক সরঞ্জাম এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মো. শওকাতুল মোনায়েম,পিএসসি।এসময় তিনি বলেন, আলীকদম সেনা জোন শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক সহযোগিতায় এসব কার্যক্রম এগিয়ে নিচ্ছে আলীকদম সেনা জোন।ইতিপুর্বে সেনা জোনের আওতাভুক্ত দুর্গম এলাকার অসহায় জনসাধারনের মাঝে আর্থিক সহায়তা, উন্নয়নমূলক কার্যক্রম এবং দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তা ও মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন এ সকল কার্যক্রম অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে।আলীকদম সেনা জোন সর্বদা একটি মানসম্পন্ন শিক্ষার বিকাশ ঘটাতে তৎপর সর্বোপরি স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করবে।পাশাপাশি সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণ এর আপদকালীন যেকোনও মুহুর্তে সহায়তার হাত বাড়িয়ে দিবে।আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি, উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব,আলীকদম থানা অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।একই দিন আলীকদম বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করে আলীকদম সেনা জোন।