

ভিক্টরী টাইগার্স (৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে কেক কাটা ও প্রীতি ভোজ আয়োজন করে বান্দরবান সেনা জোন।রবিবার (২২ অক্টোবর) সেনা জোন এর ইউনিট প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ (এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি)।
এসময় রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যকালে,ভিক্টরি টাইগার্স এর পদস্থ কর্মকর্তা ও সকল সদস্য কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন করেন।তিনি বলেন,দেশ মাতৃকার সেবায় নিষ্ঠার সাথে বহুবছর ধরে অত্র ইউনিট একনিষ্ঠ হয়ে কাজ করে যাচ্ছেন।এই ইউনিট এর সাফল্যের তালিকা অনেক দীর্ঘ উল্লেখ করে রিজিয়ন কমান্ডার এমন আয়োজন এ আমন্ত্রন জানানোর জন্য ইউনিটের সকলকে ধন্যবাদ জানান।
জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠান এর সঞ্চালনা করেন ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ (এ্যাডজুটেন্ট ৫ ইবি)।এসময় ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,জেলা ও দায়রা জজ আদালতের বিচারক,মোঃ ফজলে এলাহী ভূইয়া,পুলিশ সুপার সৈকত শাহীন,পৌর মেয়র সামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার বান্দরবান বিজিবি সেক্টর,জেলা প্রশাসনের কার্যালয় সহ সকল সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।