

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ বিতরন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) হোটেল হিলভিউ কনফারেন্স হলরুমে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লেঃ আদনান ফারাবি,পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজি মো.মজিবর রহমান।অনুষ্ঠানের শুরুতেই মৃত্যুবরনকারী শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের আত্মার শান্তি কামনা ও সম্মানে দাড়িঁয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন,পরিবহন শ্রমিক এবং মালিক সকলকে একসাথে কাজ করার মাধ্যমে মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে পরিবহন সেক্টর কে সুন্দর ভাবে পরিচালনা করে জনসাধারণ কে উন্নত সেবা প্রদান করাই পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের লক্ষ্য হওয়া উচিত।মালিক ও শ্রমিকের সম্পর্ক ভালো না থাকলে জনসাধারণ নিরাপদ পরিবহন সেবা থেকে বঞ্চিত হবে।এসময় তিনি বান্দরবান সেনা জোন সবসময় সকল ভালো কাজের সাথে থাকবেন বলেও দৃঢ়ভাবে উল্লেখ করেন।
এসময় শ্রমিক ইউনিয়নের ১০ জন মৃত সদস্যদের পরিবারের হাতে নগদ ৬০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা অনুদান তুলে দেন প্রধান অতিথি বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।শ্রমিক নেতা মো.শাহজালাল রানা এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুর্বানি মালিক সমিতির সভাপতি নেজাম উদ্দিন,সাধারন সম্পাদক সুব্রত কান্তি ঝন্টু,শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক অমল কান্তি দাশ প্রমূখ।অনুষ্ঠানে সাংবাদিক,মালিক,শ্রমিক ও মৃত শ্রমিক পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।