বান্দরবান সেনা জোন আয়োজিত রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১০ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে রোয়াংছড়ি ৩ সেটে ব্রাদার্স হুডকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে জয় পায় রোয়াংছড়ি। দ্বিতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২৩ পয়েন্টে টানা তিন সেট পেয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন রোয়াংছড়ি ভলিবল দল।
সেনা জোন এর এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়,সম্প্রীতির বান্দরবানে সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সম্প্রীতির বন্ধন অটুট রাখা,সুসম্পর্ক তৈরি এবং জাতিগত ও বিভিন্ন সম্প্রদায় এর মধ্যে ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করার লক্ষ্যেই এমন একটি প্রীতি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১০ টি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান,পিএসসি।এছাড়াও ১০ টি দলের অধিনায়ক ও খেলোয়াড়গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন,শান্তি,সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন টা আরো দৃঢ় হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।বিএছাড়াও খেলা মানুষের মনকে সুস্থ ও আনন্দদায়ক করে তোলে।তিনি আরো বলেন বর্তমান যুব সমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই।সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কে তিনি অভিনন্দন জানান।