

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার দূর্গম ক্যাপলং পাড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন সাজেদুর রহমান।এসময় অন্যান্যদের মধ্যে ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালতুয়ারসাং বম,সহকারী শিক্ষক নুচিংঅং মার্মাসহ সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে উপ-অধিনায়ক মেজর এম.এম ইয়াছিন আজিজ বলেন-শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।বিশেষ করে দূর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলে শিক্ষা সামগ্রী বিতরণ,শিক্ষক নিয়োগ,স্কুল ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।এরই ধারাবাহিকতায় আজ রোয়াংছড়ি উপজেলার দূর্গম ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
জোন সুত্রে জানা যায়,মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বান্দরবান সদর এবং রোয়াছড়ির ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি করে স্কুলব্যাগ বিতরন করছে বান্দরবান সেনা জোন।যা বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত বিতরন কার্যক্রম পরিচালনা করবে বান্দরবান সেনা জোন।এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী পাবে অত্যাধুনিক এই স্কুলব্যাগ।