বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি,এএফডাব্লিউসি,পিএসসি এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ মে) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ এই বিদায় সংবর্ধনা এর আয়োজন করে।বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক ছিলেন একজন মানবিক ও স্পষ্টবাদী সেনা কর্মকর্তা।বান্দরবানে সকল জনসাধারন এর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেছেন।জেলার অনেক সমস্যা দ্রুত সমাধান করেছেন।বান্দরবান এর সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার জন্য তিনি অনেকগুলো পরামর্শ দিয়ে গেলেন।শান্তি শৃঙ্খলা রক্ষায় এই পরামর্শ সহায়ক ভূমিকা পালন করবে।
এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক এনডিসি,এএফডাব্লিউসি,পিএসসি বলেন,ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠীর সম্প্রীতি রক্ষায় কাজ করেছি।শান্তির জন্য সবার মাঝে সম্প্রীতি অটুট রাখতে হবে।তিনি আরও বলেন, জনগণের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে।জনগণ এর সাথে সম্পর্ক রেখেই এগিয়ে যেতে হবে।
এ সময় বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,বান্দরবান পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডা.অং চালু,বান্দরবান সদরের ১ নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের জনপ্রতিনিধি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সেনবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।