

বর্তমানে চলমান সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে পার্বত্য চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।ফলশ্রুতিতে বান্দরবানের সাংগু নদীতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী হয়ে আটকা পরে হাজার হাজার মানুষ।ভারী বর্ষণে পানি বৃদ্ধি অব্যহত থাকায় জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছে প্রায় দুই হাজারেরও অধিক মানুষ।অন্যান্য স্থানের ন্যায় সদর উপজেলার বিভিন্ন পাড়া থেকে আগত প্রায় ২৫০ জন মানুষ আশ্রয় নিয়েছে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে।গত শনিবার (৩১ জুলাই) দুপুরে বান্দরবান সেনা জোনের সেনাসদস্যগণ বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেন।খাবার প্রদানের সময় বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি,বিএসপি,পিএসসি এবং জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি,পিএসসি বলেন,চলমান এই ভারী বর্ষণে নিজের বাড়ীঘর ছেড়ে আপনারা যে কষ্টে রয়েছেন আমরা তা অনুভব করতে পারছি।চলমান এই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে।এসময়ে করোনা পরিস্থিতির কথা সবাইকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সবাইকে পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকার আহবান জানান তিনি।