

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা গিনেস ওয়ার্ল্ডে রেকর্ডধারী প্রেনচ্যুং ম্রো কে আর্থিক সহায়তা দিয়েছে বান্দরবান সেনাবাহিনী।গত ১৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার প্রেনচুং ম্রো এর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর স্পোর্টস এন্ড সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং বান্দরবান জেলা ফুটবল দলের নিয়মিত সদস্য।তিনি ২০২২ সালে মিনিটে ২০৮ বার টোকা দিয়ে ফুটবল শূন্যে ভাসিয়ে রেখে রেকর্ড গড়েছেন এবং গিনেজ বুকে নাম লেখান।ব্যায়বহুল চিকিৎসা খরচ মেটাতে গত ২১মে রোজ মঙ্গলবার বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বরাবরে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন প্রেনচ্যুং ম্রো।আবেদনের প্রেক্ষিতে তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।এরই ধারাবাহিকতায় অত্যন্ত দ্রুত সময়ে গত ৩০ মে রোজ বুধবার তাকে এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।বান্দরবান সেনা রিজিয়ন সুত্র বিষয়টি নিশ্চিত করে।জানা যায়,বান্দরবান সেনা রিজিয়ন ৩৫ হাজার এবং সেনা জোন এর ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এসময় বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি,সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান,ভারপ্রাপ্ত জিটুআই ক্যাপ্টেন আব্দুল মান্নান এবং সুয়ালক ইউনিয়ন পরিষদ এর ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাসাথুই মার্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, “আমার দেশ-আমার প্রান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বান্দরবান সেনা রিজিয়ন।এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী।দুর্গম পাহাড়ী এলাকার জনগন প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারন মানের জীবনযাপন করছে।বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনসাধারন এর মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ কর্মসুচি বাস্তবায়ন করে যাচ্ছে।