বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের পবিত্র ‘ওয়াগ্যোই পোয়েঃ’ বা ‘প্রবারণা পূর্ণিমা’ উৎসব।দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উৎসব উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।প্রতি বছরের ন্যায় এবারও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবানের ১৯টি বৌদ্ধ বিহারকে এক লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে বান্দরবান সদর জোনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন কমান্ডার লে.কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বিহারগুলোর অধ্যক্ষ ও পরিচালনা কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় আরো ১২টি পরিবারকে প্রবারণা পূর্ণিমার উপহার হিসেবে ২৪ হাজার টাকা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু সমাজ ছাড়াও সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান ও স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধা উপস্থিত ছিলেন।