

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) সকালে জেলা সদরের কানা পাড়া এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এসময় কানা পাড়াসহ আশপাশের বিভিন্ন দূর্গম এলাকা হতে নারী, শিশু, পুরুষ সহ দীর্ঘকালীন সমস্যায় জর্জরিত দুই শতাধিক রোগী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসে। বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার মেজর মো.আসাদুল ইসলাম এর নেতৃত্বে এ ক্যাম্পেইনে চক্ষু, নাক,কান,গলাসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা,রোগ নির্ণয় পূর্বক প্রয়োজনীয় ওষুধপত্র এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়।এছাড়াও চোখে ছানি পড়া রোগীর তালিকা করা হয়।পরবর্তীতে তাঁদের চক্ষু অপারেশনের জন্য ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বলেন,বান্দরবান সেনা জোন নিয়মিত পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে করোনার গণটিকা থেকে শুরু করে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন।পার্বত্য অঞ্চলে সু-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের দ্বারে দ্বারে পৌছে যাচ্ছে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করছে সেনাবাহিনী।এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি সকলকে আহবান জানান।বর্তমানের ন্যায় ভবিষ্যতেও এরূপ জনহিতকর কার্যক্রম চলমান থাকবে বলেও প্রতিশ্রুতি দেন এই সেনা কর্মকর্তা।