

বান্দরবান অফিসঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র উদ্যোগে ৫শ দরিদ্র মানুষকে ফি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটেলিয়ান দোছড়ি ইউনিয়নে লেম্বুছড়ি বিওপি চত্বরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের এ আয়োজন করে।ব্যাটালিয়ানের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ জুনাঈদ হোসেন রোগীদের ফ্রি চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করেন।মেডিক্যাল ক্যাম্পের উদ্ধোধন করেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল আনোয়ারুল আযীম।বিজিবি কমান্ডার আনোয়ারুল আযীম জানান,উপজেলার লেম্বুছড়ি বিওপির আওতাধীন কোলাচীঘাট,হাজিরমাঠ,লেম্বুছড়ি,বাহিরমাঠ, কালুরঘাট এবং আমতলী এলাকার ৫শ গরীব অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তঞ্চলের মানুষদের সহযোগীতায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।