৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন,বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে কাজ করে যাচ্ছে।দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্রগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম ও অগ্রণী ভূমিকা রয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে থানচি উপজেলা এর দুর্গম বাকলাই সেনা ক্যাম্প এলাকায় মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি।
এদিন ‘শান্তি,সম্প্রীতি,উন্নয়ন’ স্লোগানে বান্দরবান সেনা রিজিয়ন আয়োজিত মানবিক সহায়তা ও শীতাবস্ত্র বিতরন কর্মসূচির উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।দুর্গম থানচি উপজেলার বাকলাই সেনা ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।এ সময় বাকলাই বসিংরাং ত্রিপুরা পাড়া,বাকলাই বোম পাড়া, কুংঘলা ম্রো পাড়া,কাইতং ম্রো পাড়ায় বসবাসরত শতাধিক পরিবারের প্রতিটি পরিবারকে দুটি করে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।এছাড়াও বাসিংরাং ত্রিপুরা পাড়ায় ক্রিসমাস উদযাপনের জন্য ২০ হাজার টাকা তুলে দেন রিজিয়ন কমান্ডার।এদিন তিনি শিক্ষা সহায়ক সামগ্রী, সাংস্কৃতি চর্চায় কী বোর্ড,ফুটবল,খেলার জার্সি বিতরণ করা হয়।এসময় ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.জুলকার নাঈম পিএসসি,সেনা রিজিয়ন এর জিটুআই মেজর মো.শায়েখ উজ জামান,বাকলাই ক্যাম্প কমান্ডার মেজর মাহবুব উল্লাহ সাদী,আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন সালমান মেহেদী অঙ্কনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।