

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জুরাছড়ি উপজেলার বৃহস্পতিবার বেকার যুবমহিলাদের নিয়ে ১৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু করেছেন জুরাছড়ি জোন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জুরাছড়ি অফিসার্স ক্লাবে প্রশিক্ষণ উদ্ধোধন করেন জুরাছড়ি ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মাহমুদুল হাসান (পিএসসি)।এসময় আরও উপস্থিত ছিলেন,মেজর সম্রাট তানভীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাশেদ ইকবাল চৌধুরী,ক্যাপ্টেন মোঃআশরাফুল ইসলাম,১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।প্রশিক্ষণ উদ্ধোধনের সময় জুরাছড়ির ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মাহমদুল হাসান পিএসসি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রাবাসীদের আর্থ সামাজিক উন্নয়ন ও আত্ব কর্মসংস্থান মূলক কার্যক্রমে সর্বদা পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।এই প্রশিক্ষণের মাধ্যমে জুরাছড়ি উপজেলার বেকার সমস্যার কিছুতা হলেও সমাধান হবে বলে মন্তব্য করেন।তিনি আরও বলেন,ইতি পূর্বে জুরাছড়ি জোন কর্তৃক ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ এবং ইলেকট্রনিক্স প্রশিক্ষণ ও প্রদান করা হয়েছে বলে জানান।