

বান্দরবান অফিসঃ-“শান্তি সম্প্রীতি উন্নয়ন” এই প্রতিপাদ্যকে নিয়ে জুরাছড়ি জোনের আয়োজনে গতকাল শুক্রবার বনযোগিছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।এতে জুরাছড়ি উপজলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২শ রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন চট্রগ্রাম থেকে আসা চক্ষু বিশেযজ্ঞ ডাঃকথিক ও তার সহকর্মী বৃন্দ।ডাঃ কথিক রোগীদের পরীক্ষা করে চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন।চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ।এছাড়াও জোনের আয়োজনে প্রীতিভোজে অংশ নেন উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা,২ নং বনযোগিছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা,সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমুখ।প্রীতিভোজে সবাই এর উদ্দেশ্য করে এলাকার শান্তি, সম্প্রীতি,উন্নয়নের ক্ষেত্রে বক্তব্য রাখেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল কেএম ওবায়েদুল হক পিএসসি।উল্লেখ্য এই মহৎ উদ্যোগের জন্য এলাকার জনগণ জুরাছড়ি জোনকে ধন্যবাদ জানিয়েছেন।