বান্দরবানে জুমের আগুনে পুড়ে যাওয়া কয়েকটি বাড়ির ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।বুধবার (৭ এপ্রিল) সকালে বান্দরবান সেনা রিজিয়ন ও জেলা পরিষদের পক্ষে জিএসও-২ (ইন্ট) মেজর মো.এরশাদ উল্লাহ ক্ষতগ্রিস্থ প্রতি পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।এ সময় রিজিয়নের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সেনাবাহিনী জানায়,গত ২৩ মার্চ দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের মিলনছড়ি পাড়ায় জুম চাষের জন্য আগুন দেয়। এ সময় ওই পাড়ার জেনডিও ত্রিপুরা এবং হানারাং ত্রিপুরার বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।পরে তারা সেনা রিজিয়ন কমান্ডারের কাছে আবেদন করলে সেনা রিজিয়ন ও জেলা পরিষদ ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০ হাজার করে টাকা সহায়তা প্রদান করে।
জিএসও-২ বক্তব্যে বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে,আজকের এটি তারই একটি উদাহরণ।তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.