

বান্দরবান ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ (দক্ষিণ শাখা)’র সাধারণ সম্পাদক বাবু সুনীল কান্তি দাশ এর ব্যাক্তিগত উদ্যোগে হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।শুক্রবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টায় লালমোহন বাগান যুব সমবায় সমিতির অফিসে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শামসুল ইসলাম,বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো.সেলিম রেজা,বান্দরবান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু,বান্দরবান পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম,লালমোহন বাগান জামে মসজিদের দপ্তর সম্পাদক মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ (দক্ষিণ শাখা)’র সাধারণ সম্পাদক বাবু সুনীল কান্তি দাশ।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার সবসময় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, সরকারের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে,আগামীতেও এই ধরনের মানবিক সহায়তা ও অনুদান অব্যহত থাকবে এই প্রত্যাশা করেন বক্তারা।