এইচ.এম.শাহিদুল ইসলাম,(স্টাফ রিপোর্টার):-সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা সাচিং প্রু জেরী সমর্থকরা।বৃহস্পতিবার (২৫ মে) বিকেল চারটায় বান্দরবান বাজারে চৌধুরী মার্কেটেস্থ কার্যালয়ের সামনে থেকে সাচিং প্রু জেরীর নেতৃত্বে বের হওয়া প্রতিবাদী মিছিল বার্মিজ মার্কেটের সামনে গিয়ে পুলিশী বাধার সম্মুখীন হয়ে পুনরায় চৌধুরী মার্কেটের কার্যালয়ের সামনে ফিরে আসে এবং তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ করে।জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশীদ সঞ্চালিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও জাতিসত্তা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং,সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ক্যালাউ চৌধুরী,পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলো,পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক উমংচিং মার্মা,জেলা সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব,জেলা যুবদল নেতা এম.সোহেল সহ প্রমুখ।এসময় প্রতিবাদ সমাবেশে বান্দরবান জেলা বিএনপি,ছাত্রদল,মহিলা দল,স্বেচ্ছা- সেবক দল,যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,এদেশের ডিজিটাল স্বৈরাচারী সরকার দেশটাকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে।তারা পুলিশী অনুমতির দোহাই দিয়ে বিএনপির গণতান্ত্রীক অধিকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দিলোনা।একটি রাষ্ট্রের রাষ্ট্র শাষকগোষ্ঠি কতটা নিচে নামতে পারলে এই ধরনের কাজ করতে পারে তা আজকে বাংলাদেশ এর জনগণকে ভাবতে হবে।বর্তমান শাষকগোষ্ঠি বিএনপির জনস্রোতকে ভয় পায়,তা নাহলে কেনইবা তারা বারবার পুলিশী অনুমতির দোহাই দেখিয়ে বিএনপির রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সভা/সমাবেশ করতে দিচ্ছে না।ডিজিটাল শাষকগোষ্ঠিকে মনে রাখতে হবে আজকে তাঁরা যে পদ্ধতি অবলম্বন করেছে কোনও একদিন তা হিতে বিপরীত হয়ে তাদের উপরও সেই একই খড়গ নেমে আসতে পারে।সোহরাওয়ার্দী তে আমাদের সমাবেশ করতে না দেয়ার মাশুল বাংলাদেশ আওয়ামীলীগ কে একদিন সুদে আসলে পরিশোধ করতে হবে।সেদিন খুব বেশী দুরে নয় বলেও এসময় বক্তারা সমাবেশ থেকে প্রত্যায় ব্যাক্ত করেন।এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপি'র সভাপতি মেমাচিং সমর্থকরাও বিক্ষোভ মিছিলের চেষ্টা করে কিন্তু পুলিশী বাধায় তা করতে পারেনি।পরে বিকেল ৫টায় মেমাচিং সমর্থিত অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সহ-সভাপতি মোঃআলহাজ্ব আব্দুল মাবুদ চৌধুরী।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃওসমান গণি,সাংগঠনিক সম্পাদক মোঃজসিম উদ্দিন (তুষার),যুবদলের সদস্য সচিব মোঃশাহাদত,ছাত্রদলের সভাপতি এম সাবিকুর রহমান জুয়েল,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অাহবায়ক মোঃনূরুল ইসলাম,কলেজ ছাত্রদলের সভাপতি মোঃমোরশেদ বিন ওমর সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।প্রতিবাদ সভায় বক্তারা পুলিশী বাধার তীব্র নিন্দা করেন এবং আওয়ামীলীগ এর কঠোর সমালোচনা করে বর্তমান মহাজোট সরকার কে একটি অগনতান্ত্রিক সরকার হিসাবে আখ্যায়িত করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.