রক্তঝরা শোকাবহ আগস্টের প্রথম দিনই আলোক শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালো রাতে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বান্দরবানের ছাত্রলীগ নেতাকর্মী।
সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোক শিখা প্রজ্বলন এর মধ্য দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজিত আলোক শিখা প্রজ্বলন অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর উপ ধর্মবিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর এসময় উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের স্থাপিত জাতির পিতার প্রতিকৃতি তে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।বান্দরবান জেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগের শতশত নেতাকর্মীরা এসময় জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে গভীর ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা এবং পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য,আগস্ট মাস বাঙালি জাতির জীবনে গভীর শোক ও বেদনার মাস।১৯৭৫ সালের এ মাসেই (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়।তাই মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখতে ১ আগস্ট মোমবাতির আলোক শিখা প্রজ্বলন করে আসছে বাংলাদেশ ছাত্রলীগ।