

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামায় আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল করেছে শহর ছাত্রলীগ।বুধবার (৬ জুন) বিকেলে লামা বাজারের জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলা হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.সুমনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।মাহফিলে প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল,লামা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক থুইনুমং মার্মা,জেলা ছাত্রলীগ এর প্রভাবশালী সহসভাপতি আশিষ বড়ুয়া প্রমুখ।এছাড়া আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মীরা মাহফিলে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন হতে ৬ষ্ট বারের মত নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে অনুরোধ করেন।