

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লংগদুতে ইউনিয়ন যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।পৌরসভা থেকে মিছিলটি বের হয়ে বনরুপা এসে শেষ হয়।সেখানে সমাবেশে বাঙালী ছাত্র পরিষদের সহ সভাপতি হাবিবুর রহমান,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় সমাবেশ থেকে বক্তারা নয়ন হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় সীমা বেঁধে দেয় অন্যথায় কঠোর কর্মসুচীর হুমকি দেয়া হয়।প্রসঙ্গত:গতকাল বৃহস্পতিবার নয়ন দুইজন যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ২জন যাত্রী নিয়ে লংগদু ছেড়ে যায়। পরে দুপুরে খাগড়াছড়ি দীঘিনালার সড়কের চার কিলোমিটার এলাকায় তার লাশ পাওয়া যায়।