

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি স্থায়ী কমিটির সদস্য উপমদেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় ৬:৩০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮১ বছর। বিএনপির বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে যৌথ বিবৃতি তে বান্দরবান জেলা বিএনপির সভাপতি (সাবেক সাংসদ) মিসেস ম্যা মা চিং ও দলের সাধারণ সম্পাদক (সাবেক পৌর মেয়র) জাবেদ রেজা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।এসময় বান্দরবান জেলা বিএনপির এই দুই শীর্ষনেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এছাড়াও জাতীয় নেতা মওদুদ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি (সাবেক সদর উপজেলা চেয়ারম্যান) আব্দুল কুদ্দুছ,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার ও বান্দরবান জেলা মহিলাদলের আহবায়ক কাজী নিরুতাজ বেগম।