বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।সোমবার (৫ই জুন) বৃক্ষ রোপন কর্মসূচী এর উদ্বোধন করেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক লক্ষীপদ দাস।বান্দরবান বিশ্ববিদ্যালয়,স্থানীয় রাজার মাঠ,জেলা পরিষদ প্রঙ্গন এবং বান্দরবান সরকারি কলেজে প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়।জেলা ছাত্রলীগ সভাপতি পুলু মার্মা এর সার্বিক প্রচেষ্টায় এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।এসময় বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারন সাদ্দাম হোসেন মানিকসহ জেলা,কলেজ ও পৌর ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে ছাত্রলীগ সভাপতি পুলু মারমা জানান,বাংলাদেশকে একটি সুন্দর ও স্বপ্নীল আবাসস্থল হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস এরমতো একটি দিনে বান্দরবান জেলা ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করলো।বৈশ্বিক বিরূপ জলবায়ু পরিবর্তনের একমাত্র কারণ বৃক্ষ নিধন।অপরিকল্পিত বৃক্ষ নিধনের ফলেই প্রকৃতির বিরূপ আচরণ পরিলক্ষিত হচ্ছে।তাই আমাদের উচিত একটি বৃক্ষ নিধনের পুর্বে আরও তিনটি বৃক্ষ রোপন করা।একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হলে বৃক্ষায়ন এর কোনও বিকল্প নাই।এসময় তিনি,সকলকে একটি নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি তে বেশি বেশি বৃক্ষ রোপনেরও আহবান জানান।
জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন মানিক বলেন, পরিবেশ এর ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম।পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অপরূপ সবুজের এই সমারোহ টিকিয়ে রাখতে বাংলাদেশ ছাত্রলীগ এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করলো।আগামীতেও ছাত্রলীগের উদ্যোগে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।